,জেলা (যশোর)প্রতিনিধি: কেশবপুরে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোন্ডেন অ্যাওয়ার্ড ২০২৩ প্রাপ্তিতে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন দুজন।তারা হলেন কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার ও ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আগামী ৭ সেপ্টেম্বর তাদেরকে মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হবে।মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল ও আগামী মিডিয়া ভিশনের যৌথ উদ্যোগে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৩ইং বৃহস্পতিবার বিকাল ৩ ৩০ টায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তন সেগুনবাগিচা চিটাগাং হোটেলের পাশ্বে ঢাকায় মানবতার কল্যানে মাদার তেরেসা শীর্ষক আলোচনা সভা মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস,এম. মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্ষ প্রফেসর ড.কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক উপমন্ত্রী ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী,বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড.মোহাম্মদ জিকরিয়া,এন এন বি সংবাদ সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,বি পি এম এডিশন্যাল এসপি ও ডেপুটি ডিরেষ্টর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কবি নুরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply