মোঃ মুনাইম হোসেন,(চুয়াডাঙ্গা) জীবননগর প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় জামায়াতের নেতারা বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। স্বৈরাচার আওয়ামী লীগের আমলে মুক্তভাবে সাংবাদিকতা করার সুযোগ ছিল না। তবে এখন সেই সুযোগ তৈরি হয়েছে। সাংবাদিকেরা যেকোনো বিষয়কে ঘুরিয়ে দিতে পারে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে এটা, আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। কখনোই যেন সাদাকে কালো, কালোকে সাদা বানিয়ে প্রচার করবেন না। তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়। দুর্নীতিমুক্ত হলে কয়েক বছরের মধ্যে এই বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারব। এজন্য সকলে মিলে কাজ করতে হবে। দুর্নাীতির বিরুদ্ধে সচ্চার হতে হবে। জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কোরআন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাও. মহিউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা ওলামা সম্পাদক ইসরাঈল হোসেন, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো. হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক।
Leave a Reply