শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৭ নম্বর তালুককানুপুর ইউপির উপ-নির্বাচনে বিজয়ী হয়ে শপথ পরবর্তী পরিষদের দায়িত্ব নিয়েছেন চেয়ারম্যান মাসুদ রানা। সোমবার (২৮ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত পরিষদের প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল লতিফ প্রধান। এসময় সকল ওয়ার্ড, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আ. লতিফ প্রধান তার বক্তব্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান মাস্টারের মৃত্যু পরবর্তী ১৭ জুলাই উপ-নির্বাচনে নৌকার নমিনি হিসেবে মাসুদ আলমকে বিপুল ভোটে বিজয়ী করায় ইউনিয়ন বাসীকে অভিনন্দন জানান। আগামী দিনে জনতার এ রায় ধরে রেখে তা বৃদ্ধির জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি তা করবেন বলে পরিষদকে আশ্বাস দেন। তিনি নব-নির্বাচিত চেয়ারম্যান সহ তার অন্যান্য সদস্যদের জনতার দোড় গোড়ায় পরিষদের সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠাণ্ডু, প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ লিটন, ওয়ারেছ সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কয়েকটি অধিবেশনের মাধ্যমে পরিষদের কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ, চলতি বছরের ১৭ জুলাই তালুককানুপুর ইউপির উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী বিজয়ী চেয়ারম্যানকে ২৭ আগস্ট জেলা প্রশাসক শপথ পড়ান এবং আজ পরিষদের দায়িত্ব গ্রহন পূর্বক প্রথম সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply