
। রিজওয়ান নওগাঁ। অদ্যই শুক্রবার ১৭/১০/২৫ তাং এ সঞ্চয় বীমার টাকা পূর্ণ হওয়ায় ডেল্টা লাইফ কোং পক্ষ থেকে নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার ৭ নং পাটিচড়া ইউনিয়নাধীন নাগরগোলা গ্রামের মোঃ নূর ইসলাম ( ৪৭) পিতা মৃত রিয়াজুদ্দিন — কে ১,৮৯,৫৮৬ টাকার চেক্ প্রদান করেন ডেল্টা লাইফ কোং পত্নী তলা উপজেলার শাখার চীফ একাউনন্টেন্ট জ্বনাব মোঃ রফিকিল ইসলাম । এ সময় সঙ্গে ছিলেন সংগঠক বা সুপারভাইজার মোঃ বাবুল হোসেন বাবু। আরও উপস্থিত ছিলেন জুনিয়র একাউনন্টেন্ট আঃ আউয়াল। এ প্রসঙ্গে চীফ একাউন্টেন্ট রফিকুল ইসলাম বলেন, আমাদের বীমা কোম্পানির প্রিমিয়াম ফুলফিল হওয়া মাত্র ই গ্রাহকদের হাতে সরাসরি চেক্ প্রদান করে থাকি।সংগঠক বাবু একইরূপ মন্তব্য প্রকাশ করে বলেন, বীমার টাকা পরিশোধ করাটাই যেন আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। গ্রাহক নূরইসলাম বীমার চেক্ হাতে পেয়ে কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান। এই ঘরোয়া পরিবেশে চেক্ প্রদান অনুষ্ঠানে এলাকার সূধীজন ও উপস্থিত ছিলেন।
Leave a Reply