স্টাফ রিপোর্টারঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন কাঠাদুরা গ্রামের ইকতারুল মোল্লার স্ত্রী চায়না খাতুনকে জমি-জমার বিরোধ নিয়ে চাচা শ্বশুরের ছেলে মোয়াজ্জেম মোল্লার স্যানদার কোপে গুরুতর আহত হওয়া সহ ৪ থেকে ৫ জন মিলে এলোপাতাড়ি মারপিটের অভিযোগ পাওয়া যায় । আহত চায়না খাতুন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে । আহতদের অভিযোগ সূত্রে জানা যায় যে, সোমবার( ৩ জুলাই) সকাল ৭ টার সময় কাঠাদুরা গ্রামের মৃত আফিল উদ্দিন মোল্লার প্রবাসী ছেলে কালাম মোল্লার ক্রয় কৃত সম্পত্তির উপর কাঁঠাল গাছ থেকে কাঁঠালপাড়া কে কেন্দ্র করে একই গ্ৰামের রফিক মোল্লার ৪ ছেলে মোয়াজ্জেম মোল্লা, মাহামুদ মোল্লা,মহিদ মোল্লা, মোকাররম মোল্লা,ও মাহামুদ মোল্লার ছেলে মারুফ মোল্লা মিলে জোর পূর্বক কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেটে নিতে গেলে ইকতারুল মোল্লা ও তার স্ত্রী চায়না খাতুন বাধা দিলে তাদের ২ জন কে এলোপাতাড়ি মারপিট সহ চায়না খাতুন কে স্যানদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।পরে তাদের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে তাকে দ্রুত ভর্তি করে। এ বিষয়ে মোয়াজ্জেম মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, কাঁঠাল গাছের সম্পতি কালাম মোল্লার একার না,আমাদের সকলেরই ভাগ আছে। মারামারির কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন হ্যা কিছু টা হয়েছে। এ বিষয়ে নরাগাতির থানার অফিসার্স ইনচার্জ এর সাথে কথা হলে তিনি বলেন, এখনো কোনো লিখত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply