কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজেবামনদহ প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনি কেন্দ্রে আজ ১৮ই মে রোজ শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এখানে ৪৩৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সদর উপজেলার প্রাথমিক শিক্ষক প্রতিনিধি আজকে কোটচাঁদপুরে শিক্ষক সমিতির ভোটে প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম ভোটের সর্ব শেষ ফলাফল ঘোষণা করেন। বাংলাদেশ শিক্ষক সমিতির কোটচাঁদপুর শাখার নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাবুল হোসেন জোয়ার্দার ও কামরুজ্জামান বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন প্রার্থী। এখানে সভাপতি পদে বাবুল হোসেন জোয়ার্দ্দার ২৪৩ ভোট
পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দিত বাবুল আক্তার (টোকন) পেয়েছেন ১৫৮ ভোট। সভাপতি পদে মোট বৈধ ভোট ৪০১। আর সাধারণ সম্পাদক পদে, কামরুজ্জামান (কচি) পেয়েছেন ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি হাসানুজ্জামান পেয়েছেন ১৯৫ ভোট। এখানে সাধারণ সম্পাদক পদে মোট বৈধ ভোট ৪০৪। বড়বামনদহ স্কুলেন প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন জোয়ার্দার বলেন, ভোটে হার জিত থাকবেই এ বিজয় শুধু আমার একার নয় এটা সকলের বিজয়। আমি আমার সাধ্যমত চেষ্টা করব সকল শিক্ষকের সুখে দুঃখে পাশে থেকে কাজ করার জন্য। খুবই উৎসব মুখর পরিবেশে চলে ভোট গ্রহণ অনুষ্ঠান। এখানে এই ভোট কে কেন্দ্র করে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিবিদ, সুশীল সমাজের লোকজন, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply