মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে পৌরসভা পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ ডিসেম্বর সকাল ১১টায় পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাউফল পৌরসভার প্যানেল মেয়র আবদুল লতিফ খান বাবুল। ব্র্যাকের আইনি সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলেন মোসাঃ নাছিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পৌর নিবাহী কমকর্তা মোঃ মঈনুল হক, সাংবাদিক শফিকুল ইসলাম, কাউন্সিলর সহ ইমাম,কাজী হিন্দু বিবাহ রেজিস্ট্রার । সভায় সকলে প্রতিশ্রুতি দেয় যে বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার হবে।
Leave a Reply