বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ উপলক্ষে মঙ্গলবার (৩০মে) সকালে দলীয় কার্যালয়ে কোরাআন তেলাওয়াত, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ, জেলা বিএনপি’র সদস্য মহসিন আলী রাজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা মোঃ শিরন আলম, পৌর যুবদলের সচিব পলাশ বিন আশরাফি, যুগ্ম-আহবায়ক শাহ্ আলম সহ আরও অনেকে।
Leave a Reply