নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে পক্ষিয়া ইউনিয়নের ২ ইউপি সদস্য সহ ৪ জুয়ারি কে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে ৫ জুলাই বিকালে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক হৃদয় চাকলাদার সহ বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার ছাত্তারের চায়ের দোকানের ভিতর থেকে ৮নং পক্ষিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মামুন হাসান(৪৫),৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকবালুর রহমান(৪০),মোঃ আব্দুল হাই(৪৪),নুরনবী মাঝি(৫০) কে আটক করে।
আটকৃতরা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ৬ জুলাই দুপুরে আজকের পত্রিকাকে জানান,আমি বোরহানউদ্দিন থানায় যোগদানের পরেই জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি,অপরাধী যে দলেরই হউক না কেন ছাড় পাবে না এই নীতিতেই আমাদের কার্যক্রম চলছে “তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্য সহ ৪ জুয়ারি কে আটক করে বৃহস্পতিবার সকালে মামলার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান,অপরাধ প্রবণতা কমাতে প্রতিনিয়ত বোরহানউদ্দিন থানা পুলিশের বিভিন্ন ইউনিট বিট পুলিশিং কার্যক্রম করে যাচ্ছে,সেখানে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সকল স্তরের মানুষকে সচেতন করা হয়।
Leave a Reply