যশোরে জাসদ’র ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
কল্যাণ রায়, বিশেষ প্রতিনিধি,যশোর যশোরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার বিকাল ৪ ঘটিকায় যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তন এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতি তো করেন, জেলা জাসদ’র সহ – সভাপতি আহসানউল্লাহ ময়না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও যশোর জেলা জাসদ’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. রবিউল আলম।এ সময় আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা জাসদ’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা রশিদুর রহমান রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপ্পি, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার বিশ্বাস, অধ্যক্ষ তরিকুল ইসলাম, জাসদ পৌর কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান বাবর, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, যুব জোট যশোর জেলার সাধারণ সম্পাদক আবুল বাশার মুকুল। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বলেন, নির্বাচন এলেই বিভিন্ন অজুহাত তুলে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে। সংবিধানের বাইরে গিয়ে অন্তবর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এবারো তারা আন্দোলনের নামে নির্বাচন বানচালের নতুন খেলা শুরু করেছে। আলোচনা সভা শেষে জাসদ নেতৃবৃন্দ এক র্যালির আয়োজন করে। র্যালিটি আইনজীবী ভবন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী ভবনে গিয়ে শেষ হয়।
Leave a Reply