আজিজুর রহমান,কেশবপুর (যশোর): সফল শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক এঁর ১৬ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণসভা,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শুরুর আগে এ এস এইচ কে সাদেক এঁর মুরালে মাল্যদান করা হয়।শনিবার ৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহবায়ক বিএম শহিদুজ্জামান শহীদ,উপজেলা আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান দফাদার,উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক সরদার মুনসুর আলী,৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,৮ নং সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু এডভোকেট রফিকুল ইসলাম পিটু,সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি,কৃষি ও সমাবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পদক মহিবুর রশিদ,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সম্পাদক আবুল কালাম আজাদ,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,উপজেলা যুবলীগের সদস্য এস এম আল হেলাল সহ উপজেলা,পৌর,ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা মোঃ খলিলুর রহমান।
Leave a Reply