
এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাসব্যাপী জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন হয়েছে। ১২ অক্টোবর রবিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড়স্হ থানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় মাসব্যাপী ”টাইফয়েড টিকাদান কর্মসূচির ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মো.আলতাফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সর্জন কার্যালয়ের কর্মকর্তা ডাঃ সাহাদাত হোসেন।ইপিআই কর্মসূচির ইনচার্জ মোঃ আক্তারুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ডাঃফাতেমা তুজ জোহরা,সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী ও সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন,সুস্থ জাতি গঠনে টিকা গ্রহণ খুব জরুরী।পড়ালেখার পাশাপাশি যে কোন কাজ করতে হলে সবাই কে সুস্থ ভাবে জীবন যাপন করতে হবে।তাই জন্মের পরপরই যে ৬টি টিকা আমরা দিয়ে থাকি তা আমাদের সবল ভাবে বেঁচে থাকতে সাহায্যে করে।তাই আজকের টাইফয়েড টিকা গ্রহণের মাধ্যমে সুস্থ শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারবো।তিনি সব শিক্ষার্থীকে এ টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।
Leave a Reply