পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। এই দিনকে বলা হয় জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। জন্মাষ্টমী উপলক্ষে সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বাণী দিয়েছেন। সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি তাঁর বাণীতে দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “শ্রীকৃষ্ণ তাঁর জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে মানুষের আরাধনা করেছেন”। শ্রীকৃষ্ণের জন্মের সময় বিশ্ব পাপ ও অরাজকতায় পরিপূর্ণ ছিল। তাই মানবজাতিকে রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। নানা ভূমিকায় অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ মানবজাতির কাছে জীবন ধারণের অনন্য উদাহরণ রেখে যান। এদিকে জন্মাষ্টমী পালন উপলক্ষে উপজেলাব্যপী সনাতন ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় আড়ম্বর-আনুষ্ঠানিকতার আয়োজন করেছেন। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চিরিরবন্দর কেন্দ্রীয় মন্দীর কমিটি ও বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্ময় পরিষদ কেন্দ্রীয়ভাবে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্য রয়েছে বুধবার (৬ সেপ্টেম্বর) দেশ ও জাতির মঙ্গল কামনায়, সকাল ৯ টায় পুজা আরম্ভ, ১০ টায় পুস্পাঞ্জলী, ১২.১০ টায় বেদ পাঠ, ১২.২০ টায় পবিত্র ঘীতা পাঠ। এরপর শুভেচ্ছা বিনিময়। দুপুর ১২.৩০ হইতে ৩.৩০ পর্যন্ত পদাবলী কীর্তণ। বিকেলে ঐতিহাসিক জন্মষ্টমী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চ্যুয়ালি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এদিকে শোভাযাত্রার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ এর থেকে কতিপয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশা সকলকে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সভায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়মী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার , চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশীদ বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন বাবু কিষণ লাল আগরওয়ালা।
Leave a Reply