কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯,সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প)এর আভিযানিক দল কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ১০ নং মোড় থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বনদসুরা চোরাই পথে পাচারকালে এক পিকআপ বাঁশ (পরিমাণ প্রায় ৬ হাজার বাঁশ),২টি ব্যাটারি চালিত অটোরিকশা সহ ৩জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুর রউফ, পিতা -আক্তার, সুমন পিতা-শরিফ। পরে আটককৃত ব্যক্তি সহ মালামাল সমুহ কমলগঞ্জস্থ রাজকান্দি রেঞ্জে হস্তান্তর করা হয়েছে। রেঞ্জ কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে। র্যাব ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়া জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানটি বনদস্যুরা ধ্বংস করে ফেলছে। উদ্যানটি রক্ষার্থে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply