শফিকুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ বাউফলের কাছিপাড়া ইউনিয়নের আনারকলি বাজারে চা বিক্রেতা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজ্জাক হাওলাদারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসীব আলম তালুকদার। আজ (৩১মে) বুধবার বিকালে হাসীব আলম তালুকদার এর একটি প্রতিনিধি দল আনারকলি বাজারে গিয়ে রাজ্জাক হাওলাদার এর হাতে নগদ অর্থ প্রদান করেন। যানা যায়, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আনারকলি বাজারের চা ব্যবসায়িক রাজ্জাক হাওলাদার দীর্ঘ ২৫ বছর যাবত আনারকলি বাজারে চা বিক্রি করে আসছেন। অত্র অঞ্চলের মানুষ রাজ্জাকের চা খায়নি এমন লোক খুব আছে। রাজ্জাকের জীবন-জীবিকা নির্ভর করতো চা-বিস্কুট বিক্রি করে। হাস্যজ্বল রাজ্জাকের সম্বলই ছিল চা-এর দোকানটি। উল্লেখ্য গত ২২মে সোমবার রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে রাজ্জাক হাওলাদার এর দোকানটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডের ঘটনায় মুহুর্তেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।দোকানটি পোড়ায় অসহায়ত্বের সঙ্গী হয়ে নিঃস্ব হন রাজ্জাক। আজ ৩১মে বুধবার বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজ্জাক হাওলাদার এর দোকানটি পূনরায় নির্মাণের জন্য মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসীব আলম তালুকদার’র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে রাজ্জাকের হাতে নগদ ২০,০০০/-হাজার টাকা দিয়ে সহায়তা করেন। সহায়তা পেয়ে রাজ্জাক দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসীব আলম তালুকদার ও তার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। হাসীব আলম তালুকদার প্রতিবেদকের সাথে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু অগ্নিকাণ্ডের ঘটনানাই না!অসহায় ও দুস্থ মানুষের জন্য আমার পরিবার সবসময়ই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমিও করে আসছি।এটা আমার পরিবারের শিক্ষা আমি যতটুকু পারি গরিব অসহায় মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন।
Leave a Reply