আজিজুর রহমান,কেশবপুর(যশোর): কেশবপুরে ৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গণঅবস্থান কর্মসূচি পালন করেছে। শুক্রবার ৮ সেপ্টেম্বর বিকেলে কেশবপুর প্রেসক্লাবের সামনে ওই গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক পঙ্কজ কুমার দাসের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব অসীম কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, প্রচার সম্পাদক তন্ময় মিত্র বাপী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সুশান্ত কুমার মল্লিক, রানা প্রতাপ বৈরাগী প্রমুখ। ৭ দফা দাবির ভেতর রয়েছে- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
Leave a Reply