কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বক চত্বরের সামনে অসিত নাম করে একটি সেলুনের দোকানদার আছে।তিনি প্রতিদিন মসজিদের মুসল্লিদের নামাজ পড়া দেখতেন। দেখতে দেখতে দেখতে তিনি হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নেন আমি মুসলমান হব। এ ব্যাপারে বিভিন্ন লোকের কাছ থেকে তিনি পরামর্শ নেন। একদিন সিদ্ধান্ত নিয়ে মুসলমান হয়ে গেলেন। তার দোকানের আশপাশের যেসব দোকানদার আছেন তাহারা তার মুসলমান হওয়া কথা শুনে খুব খুশি হয়েছেন। মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জেম তারাও খুশি। এ সময় তারা বলেন, তার কোন সহযোগিতা লাগলে আমরা সকল দোকানদাররা মিলে সাহায্য করবো। তার সংসার যদি চালানো লাগে তাও চালাবো বলেন দোকানদাররা। দোকানদাররা সবাই মিলে তার নাম দিয়েছেন ওসমান গনি আলহামদুলিল্লাহ। আগে তার নাম ছিল শ্রী অসিত, পিতাঃ শ্রী অসীম তার বাড়ি বাগডাঙ্গা, কোটচাঁদপুর, ঝিনাইদহ।
Leave a Reply