শহিদুল ইসলাম খোকন বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে ২২ জানুয়ারী দুপুরে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে বক্তব্য পেশ করেন সাবেক ছাত্র নেতা শাহ আলম প্রধান। তিনি তার বক্তব্যে উপজেলার কৃষক দলের আহবায়ক কমিটি বাতিল দাবি করে বলেন, গত ১৭ জানুয়ারী ৫১ সদস্য বিশিষ্ট কমিটি জেলা আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত উপজেলার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা কৃষকদলের সাথে সম্পৃক্ত ছিল না দাবি করেন এবং যারা বিগত আওয়ামীলীগ সরকারের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেন তারা । যে সকল কর্মি মামলা হামলা নির্যাতনের স্বীকার হয়েছে ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে বলেন তারা। এসময় ছাত্রনেতা শাহাবুবুল আলম মিতু বলেন, আমরা পারিবারি ভাবে বিএনপি করি আমার বাবা বিএনপির প্রতিষ্ঠা কালিন সময়ের একজন নেতা। নানা মামলা হামলার স্বীকার আমার পরিবার। আমি আহবায়ক কমিটির প্রার্থী, বিভিন্ন নেতার কাছে ধন্নাধরেও আমাকে ঐ কমিটিতে কোন পদেই রাখা হয়নি। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং এই কমিটির বাতিল দাবি করছি । এসময় উপস্থিত ছিলেন থানা সাবেক সাধারণ সম্পাদক কৃষকদল, সাবেক জেলা কৃষকদল সভাপতি হাবিবুর রহমান (হাবীব), সদস্য থানা কৃষকদল শাহাজামাল,নাকাই ইউনিয়ন সহ-সভাপতি সাহিদুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ছলিম উদ্দিন ব্যপারী,আব্দুল জলিল সহ অনান্য নেত্রী বৃন্দ।
Leave a Reply