নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের গণমাধ্যম জগতে যুক্ত হলো নতুন এক নাম ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’। ২০ জুন, শুক্রবার বিকেলে শহরের এইচ এস এস সড়কের মোল্লাবাড়ি এলাকার মডার্ন মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের আলো ও বার্তা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি সম্রাট হোসেন। সঞ্চালনায় ছিলেন ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি সুজন বিপ্লব। আলোচনায় উঠে আসে জেলার মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ এবং ন্যায়সঙ্গত মর্যাদা প্রতিষ্ঠার দাবি। এ সময় গঠন করা হয় ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি। বাংলাভিশন ডিজিটাল ও আজকাল পত্রিকার জেলা প্রতিনিধি এম আর রাসেল-কে আহ্বায়ক এবং দৈনিক কালবেলা ও স্বদেশ প্রতিদিন-এর প্রতিনিধি সেখ ইমন-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাজীব মাহমুদ টিপু (খোলা কাগজ) সুলতান আল এনাম (আজকের প্রত্যাশা) আব্দুর রাজ্জাক রাজন (কালের কণ্ঠ) সাইফুল ইসলাম (জনবানী) আশরাফুল ইসলাম (বাংলা এডিশন) বোরহান উদ্দিন (বাংলাদেশের খবর) মিশু ভাষণ (আমার বার্তা) অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে সংবাদ পরিবেশনায় মাল্টিমিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে জেলার মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। ‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ সেই শূন্যস্থান পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। সংগঠনটি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রম এবং গণমাধ্যমে তথ্যের সঠিকতা রক্ষায় ভূমিকা রাখবে বলেও জানানো হয়। অনুষ্ঠান শেষে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং এক মতবিনিময় সভার মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
Leave a Reply