আগামীর দর্পণ ডেক্সঃ ঝিনাইদহে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ডাঃ ছোয়ার চিকিৎসার অবহেলায় বিশ্বজিৎ কুমার (৩৭)নামে একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এমন তথ্যর ভিত্তিতে সাংবাদিক কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারে বিশ্বজিৎ কুমার ,পিতা বিজয় কুমার ,সাং শাখারীদহ,থানা হরিনাকুন্ড,জেলা ঝিনাইদহ বিষ খেয়ে আত্নহননের চেষ্টা করলে তার পরিবারের লোকজন রাত ৮ টা ৫ মিনিটে ভর্তি করে।ভর্তি করে রোগীকে ওয়াশ করে ওয়ার্ডে নিয়ে আসার পর রোগীর অবস্থা খারাপ দেখে কর্তব্যরত নার্স রাকেয়া খাতুন বলে রোগীর অবস্থা ভাল নাই বলে ডাঃ ডাকতে বলেন। তখন বিশ্বজিৎ কুমারের স্বজনরা একাধিকবার দায়িত্বরত মেডিকেল অফিসার ছোয়ার কাছে গেলেও উনি ব্যস্ত আছেন বলে একবারের জন্য হলেও রোগীর নিকট যায়নি বলে রোগীর অভিভাবকরা জানান।পরবর্তীতে রোগীর অবস্থা আরও খারাপ হলে মেডিকেল অফিসার রাজিব এসে রোগীর ঔষধ প্রয়োগ করার কিছুক্ষণ পরে রোগী মারা যায়।কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ে হাসপাতাল ওয়ার্ডে।এমন পরিস্থিতিতে সাংবাদিকগণ তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করে।অভিযোগের বিষয়টি নিয়ে মেডিকেল অফিসার ডাঃ ছোয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি কর্তব্যরত সাংবাদিকদের সাথে অসহনীয় আচরন করেন ।বিভিন্ন ধরনের অবাঞ্চিত ভাষা ব্যবহার করে উত্তেজিত ভঙ্গীতে সাংবাদিকদের সাথে ঝগড়া করতে থাকে।এক পর্যায়ে তিনি চেয়ার থেকে উঠে কলম চেলে ফেলে দিয়ে ভিতরে চলে যান।এঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ম্যজিট্রেট পরিচয়ে,নেতা পরিচয়ে ,সাংবাদিক পরিচয় দিয়ে নিউজ তুলে নেওয়ার জন্য হামলা মামলার হুমকী ধামকি অব্যাহত রেখেছে ।
Leave a Reply