মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সিএমপি ইপিজেড থানা কর্তৃক ডাকাতি প্রস্তুতি ছক বানচাল অস্রসহ আটক ৪ডাকাত। পূর্বপরিকল্পিতভাবে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হইয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করার সময় ৪জন’কে গ্রেফতার এবং তাদের হেফজত হইতে অবৈধ ষ্টিলের ০২(দুই) টি টিপ ছোরা উদ্ধার করা হয়ছে।
গত ০৭এপ্রিল (শুক্রবার)ইপিজেড থানাধীন আলীশাহপাড়া কবরস্থানের অন্ধকার গলির মুখে পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটে।
আটক আসামীরা হলেন ১। বাবলু নাথ(৩০),২। কিরণ চন্দ্র জলদাশ(৪১), ৩। মোঃ সুমন(২৫), ৪। ইমন হাসান(১৯),সহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হইয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করার অপরাধেকে গ্রেফতার করেন। এবং তাহাদের হেফাজত হইতে ২(দুই) টি ষ্টিলের টিপ ছোরা পাইয়া উদ্ধার পূর্বক জব্দ করিয়া জব্দতালিকা মূলে জব্দ করেন। ঘটনার সংক্ষিপ্ত বিবরনে থানা সূত্রে জানা যায়,৭এপ্রিল,রাত সাড়ে ১০টায় ইপিজেড থানা এলাকায় মোবাইল-৫১(নৈশ) ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ)/ সাজ্জাদ হোসাইন সঙ্গীয় ফোর্স কং/৪৪৪২ মোঃ জাকারিয়া, কং/৩২৮১ মোঃ দেলোয়ার হোসেন, কং/৩২৭৮ মোঃ আলী এবং বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এএসআই(নিঃ)/মির্জা মনিরুজ্জামান,এএসআই(নিঃ)/আল মামুন সকলেই ইপিজেড থানা,সিএমপি,চট্টগ্রাম থানা এলাকায় বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন আলীশাহপাড়া কবরস্থানের অন্ধকার গলির মুখে পাকা রাস্তার উপর হইতে আসামিদের আটক করে।
আসামি ও অস্র সংক্রান্ত সংক্রান্তে ইপিজেড থানার মামলা নং-০৬, তারিখ-০৮/০৪/২০২৩ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়েছে।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.com/it/register?ref=DB40ITMB