শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী নওমালা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার, দোয়া – মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭এপ্রিল ২০২৩) বিকাল ৫টায় নওমালা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা ধোলাইপার কিংস প্যালেস চাইনিজ রেঁস্তোরার ৪র্থ তলায় হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইফতারপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন খম মশিউর রহমান লাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮২ ব্যাচের ছাত্র এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মতিউর রহমান মৃধা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস, কালাম খান সহ আরো অনেক বক্তারা আয়োজনের জন্য নওমালা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ২০০১ ব্যাচের ছাত্র দপ্তর সম্পাদক কামাল হোসাইন।ঢাকায় কর্মরত ও বসবাসরত নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের দুইশতাধিক সাবেক ছাত্র উপস্থিত ছিলেন।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/cs/register-person?ref=P9L9FQKY