ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি আগামী ১৪জুন তারুণ্য এর চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১২জুন) বিকেল ৫টায় উপজেলার বদলকোট রোডের সেন্টার পয়েন্টের সামনে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আহসান সোহেল, যুগ্ম-সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল ফিরোজ, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, সদস্য শাহেদ হাসান প্রমূখ। বিক্ষোভ মিছিল সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহসান উল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার নুর নবী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক প্রকাশ ভিপি ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, চাটখিল সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আলা উদ্দিন কাজল, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব সাইফুল ইসলাম রনি, জহিরুল ইসলাম সোহাগ প্রমুখ। ছাত্রদলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল আহসান সোহেল বলেন, আগামী ১৪ জুন তারুণ্য সমাবেশে বাধা দেওয়া হলে সমুচিত জবাব দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশ শেষে আগামী ১৪ জুন চট্টগ্রামে বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে চাটখিল পৌর শহরে লিফলেট বিতরণ করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা।
Leave a Reply