কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের আয়োজনে, পুলিশ জনতা মিলে প্রহরা র্শীষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটের সময় উপজেলার ২নং দোড়া ইউনিয়নের ছয়খাদা শ্রীরামপুর গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অত্র এলাকায় চুরি, ছিনতায় ডাকাতি, মাদক ও বাল্য বিবাহ সহ স্থানীয় জনগনের সাথে সচেতনতা মূলক বৈঠকের আয়োজন করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কোটচাঁদপুর ও মহেশপুর থানার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস।
এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দীন
দোড়া বিট অফিসার এস, আই ইউনুস আলী, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, ইউপি সদস্য সাহাজুল ইসলাম (খোকা) প্রমুখ।
লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ও বর্তমান ইউপি সদস্য বৃন্দ, গ্রাম পুলিশ, প্রহরা সহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার সাধারণ জনগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ আছে জনতার পাশে। তাই সমাজে মাদকে জিরো ট্রলারেন্স, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গীবাদ নির্মূল, চুরি ছিনতাই, জুয়া ও অপমৃত্যু প্রতিরোধে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ আপনাদের পাশে আছে সব সময়। সে জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
Leave a Reply