মাহবুব হোসেন লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : পর্যাপ্ত বরাদ্দ থাকলেও কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বায় সারাভাবে ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করেছে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা। জানা গেছে, গতকাল ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবস পালন হলেও ফুলবাড়ী উপজেলার চিত্র ভিন্ন৷ জানা গেছে, দেশের বিভিন্ন জেলা-উপজেলাতে গুলো জাতীয় ভোটার দিবসে রেলিতে অংশ নেয়া সবাই গেঞ্জি-ক্যাপ পরিধান করে বর্ণাঢ্য আয়োজনে রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোটার দিবস পালন করেছে। সেই সব জেলা উপজেলার নির্বাহী অফিসারসহ অধিকাংশ দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষদের ভোটার দিবসে অংশ গ্রহণ ও আপায়ণের ব্যবস্থা থাকলেও ফুলবাড়ীতে একে বারেই ভিন্ন চিত্র। ফুলবাড়ীতে গতকালের জাতীয় ভোটার দিবসে উপজেলা নির্বাহী অফিসারসহ কয়েকটি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ মাত্র পনের থেকে ২০ জনের অংশ গ্রহণে গেঞ্জি-ক্যাপ ছাড়াই ছোট একটি রেলি করার দৃশ্য দেখা গেছে। খাবার বরাদ্দ থাকলেও কাউকে আপায়ণ টুকুও করেননি উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু জানান, ২ মার্চ সকাল ১০ টায় জাতীয় ভোটার দিবসে কোন রকমেই উপজেলা চত্বরে নির্বাহী অফিসারসহ কয়েকজন কর্মকর্তা- কর্মচারীসহ মাত্র ১৫ -২০ জনের অংশ গ্রহণে সামন্য এক রেলি করে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেলিতে ১৫-২০ জনের উপস্থিত থাকলেও সাধারণ মানুষ / ভোটার উপস্থিতি ছিল না। তিন চার মিনিটের রেলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত। তিনি আরও জানান, আমরা দেখেছি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গেঞ্জি-ক্যাপ পরিধান করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন হয়েছে। অথচ ফুলবাড়ীতে নেই গেঞ্জি-ক্যাপ, নেই আপায়ণ এবং রেলিটিও শহরে প্রদক্ষিণ করলো না। তাহলে আমার প্রশ্ন সাধারণ মানুষকে ভোটার দিবসে কি সচেতন করা হলো ? ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমানকে ফোন একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি বলে তার বক্তব্য পাওয়া যায়নি। ফুলবাড়ীতে দ্বায় সারা ভাবে জাতীয় ভোটার দিবস পালন এবং গেঞ্জি-ক্যাপ ও আপায়ণে বরাদ্দ আছে কি না কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো: আলমগীর এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের থোপ বরাদ্দ আছে। সেখান থেকেই ভালো ভালো ভাবে দিবস পালন করা যেতো। তবে তিনি বিষয়টি তদন্ত করে দেখতে হবে। আসলেই তিনি দ্বায় সারা ভাবে জাতীয় ভোটার দিবস পালন করেছে কি না বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
Leave a Reply