মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩মে ) সকাল ১১টায় সাবেক চিফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি ৩ কোটি ২৭ লক্ষ ৬৪ হাজার ৩১৩ টাকা ব্যয় কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। এর আগে তিনি মুক্তিযোদ্ধ কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধের হল রুমে মুক্তিযোদ্ধা ও সমাগত সুধী সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়ার সঞ্চানালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্বা এটিএম তারেক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বারেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাসসহ আরো অনেকে। এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply