আশরাফুল আলম স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে মহেশপুরে আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে হুমায়ুন কবির ভুঁইয়ার নামে মিথ্যা অভিযোগ উঠেছে। কিছু আওয়ামী লীগের প্রার্থীরা সমাজকর্মী ও ব্যবসায়ী হুমায়ুন কবিরের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন ও কিছু ফেসবুকে না জেনে না শুনে দলীয় পর্যায় সমাজকর্মী ও ব্যবসায়ী হুমায়ুন কবিরের নামে ৩ আগস্টে মিথ্যা নিউজ তৈরি করেন। এ বিষয়ে হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা আমি একজন ব্যবসায়ী আমার নামে সড়াযন্ত্র করা হয়েছে। এতে হুমায়ুন কবির ভুঁইয়া বলেন আমি এখন পর্যন্ত কোন আইনের আওতায় জাবোনা ওই ফেসবুকের ব্যক্তিদের বিরুদ্ধে তবে প্রমাণ না করতে পারলে আমি আইনের আওতায় যাবো। হুমায়ুন কবির ভুঁইয়া আরো বলেন, আমার মেধা মনন বিবেক দিয়ে সবসময় ভালো কিছু করার চেষ্টা করেছি, তারপরও যদি আমার কোনো ভুল আপনারা দেখে থাকেন তাহলে সরাসরি আমাকে বলুন, আমি নিজেকে সংশোধন করে নিব, নিজেকে আরও পরিশুদ্ধ করে নিব। অন্যায় যদি আমি করি তাহলে আমাকেও পরিত্যাগ করবেন। দেখা হবে সকল ভালো কাজে।
সকলের সুন্দর জীবন ও শান্তিপ্রিয় আলামপুরের প্রার্থনায়।
Leave a Reply