ডেক্স রির্পোট ঃ ঝিনাইদহের মহেশপুরে দাগি জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক নাজু মিয়া ও তার শরীকগণ। গতকাল সকালে মহেশপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকের কাছে এ অভিযোগ করেন তারা। রাস্তা নির্মাণের সময় অভিযুক্তরা জমিতে থাকা ১১৫টি পেয়ারা গাছ ও কড়লার বান কেটে দিয়েছে। এব্যাপারে বিচার চেয়ে ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন জমির মালিক নাজু মিয়া। নাজু মিয়া জানান, যোগীহুদা দক্ষিনপাড়া মাঠে তাদের ৮ বিঘা জমি রয়েছে। গত রবিরার যোগীহুদা গ্রামের মৃত গণি মিয়ার ছেলে হাসান আলী, জমশেদ আলীর ছেলে হেলাল উদ্দীন, আঃ রহিমের ছেলে মিলন মিয়াসহ অজ্ঞাত আরো ১৫-২০ মিলে তাদের দাগি জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেছে। এসময় অভিযুক্তরা জমিতে থাকা ১১৫টি পেয়ারা গাছ ও কড়লার বান কেটে দেয়। তিনি আরো জানা, ওই জমির উপর দিয়ে সরকারি কোন রাস্তা নাই। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় গায়ের জোরে মালিকানা জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। এব্যাপারে ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, এ মর্মে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply