হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: বহু প্রতিক্ষার পর মাধবপুরে স্থানীয় ও জাতীয় সৈনিকের এক ঝাঁক মেধাবী সাংবাদিককে নিয়ে ২২শে ডিসেম্বর শুক্রবার মাধবপুর কুটুমবাড়ি রেস্টুরেন্ট কনফারেন্স হলে এক সম্মেলন সভার মাধ্যমে মাধবপুর রিপোর্টার্স ইউনিটি” আহ্বায়ক কমিটি থেকে ৩১সদস্যের পূর্ণাঙ্গ কমিটির যাত্রা শুরু হয়েছে। এতে সভাপতি করা হয় এম এ কাদের (সাবেক প্রতিনিধি মাইটিভি, দৈনিক আলোর জগত এর প্রতিনিধি ) কে, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ মসি, দৈনিক কালবেলা, সাধারণ সম্পাদক শ্রীবাস সরকার, দৈনিক সরজমিন, সাংগঠনিক সম্পাদক নারায়ণ সরকার, দৈনিক এই বাংলা। এ ছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক, মাধবপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হৃদয় এস এম শাহ আলমসহ স্থানীয় ও জাতীয় দৈনিকের প্রতিনিধিগণ। পরিশেষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের আধুনিক ও সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গিকারাবদ্ধ হয়ে সাংবাদিকরা মতামত প্রকাশ করেন।
Leave a Reply