মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বর্তমান সরকার গৃহীত সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় করেন স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। রবিবার (১৫আক্টোবর) বিকেল ৪টায় উপজেলার জয়াগ কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত জনসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম পাখির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আকবর পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী পৌরসভা মেয়র নূরুল হক ভিপি, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান বাহার, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন, সোনাইমুড়ী উপজেলা সমাজসেবা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, পাঁচ গাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, পরকোট ইউনিয়নের চেয়ারম্যান বাহার মুন্সী, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুল, সোনাইমুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা আক্তার, সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম বলেন কোন প্রতিক কাউকে বেহেশত দোজখে নিতে পারেনা। নির্বাচন আসলে বিএনপির জামায়েত জোট মিথ্যা কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করে। তাদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত রাষ্ট্রনায়ক আমি আর কোথাও দেখিনি। আপনাদের কথা চিন্তা করে শেখ হাসিনা চালু করেছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা, ৩০ কেজি করে চাউল, ১৫ টাকা কেজি দরে চাউল, টিসিবির পন্য। এসব সুযোগ সুবিধা জননেত্রী শেখ হাসিনাই আপনাদের প্রদান করে। আপনাদের এসব সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে বলে তিনি মন্তব্য করেন। সংসদ সদস্য এইচএম ইব্রাহিম বলেন আমার সংসদীয় আসনে কোন ছনের ঘর পাতার ঘর থাকবে না যদি কাহারো থেকে থাকে আমার সাথে যোগাযোগ করলে তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনার বিকল্প নেই।
Leave a Reply