মশিয়ার রহমান টিংকু মহেশপুরঃ
ঝিনাইদহের মহেশপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কপোতাক্ষ নদে দেশি ও বিদেশি প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকদলের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, যুবনেতা সাইদুর রহমান সাঈদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়,পরিবেশ রক্ষা ও খাদ্যে স্বনির্ভরতা অর্জনে বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৃক্ষরোপণ ও মাছ অবমুক্ত কর্মসূচি তারই অংশ। তারা বিএনপিকে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সংগঠন হিসেবেও তুলে ধরেন।
Leave a Reply