আজিজুর রহমান,জেলা (যশোর)প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ২৮ আগস্ট সোমবার বিকেলে কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১১নং হাসানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও ৮নং আওয়ামী লীগের সাধারণ জিয়ারুল ইসলামের সঞ্চালনায় বগা রেজাকাটি নেহালপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,,কোষাধক্ষ্য স্বপন মুখার্জি,কৃষি সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর, কার্যানির্বাহীন কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহীদ,হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ,উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী,পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান,প্রমুখ।
Leave a Reply