নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া. ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধসরা বাস-স্ট্যান্ডের নিকটবর্তী পাপ্পু তেল মিলে উৎপাদন করা হচ্ছে সরিষার তেল। (১৫ই-অক্টোবর)রবিবার সরজমিনে খোঁজ খবর নিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর ময়লা পরিবেশে উৎপাদন করা হচ্ছে সরিষার তেল। সেই সরিষার তেল বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ময়লার স্তূপে রাখা হয়েছে সরিষা সেই সরিষা মেশিনে দেওয়া হচ্ছে,তৈরি করা হচ্ছে তেল। পরিবেশ অধিদপ্তর বিএসটিআইয়ের কোন অনুমোদন,নেই সরকারের লক্ষ লক্ষ টাকা কর ট্যাক্স ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছে সরিষার তেল। কথা বলা হয় পাপ্পু তেল মিলের মালিক মোঃ সাঈদ হোসেন এর সাথে তিনি সাংবাদিকদের বলেন,এ-সব সরকারি কাগজ পত্র দেখার আপনারা কে আপনাদের কাগজ পত্র আমি দেখাতে পারবো না। তবে কাগজ নেই কাগজ করতে দিয়েছি।বিএসটিআই, পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের পূর্বে সরকারের ভ্যাট ট্রাক্স ফাঁকি দিয়ে কিভাবে উৎপাদন ও বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেটাই এখন দেখার বিষয়। যে তেল তিনি উৎপাদন করছেন তার কতটুকু পুষ্টিগুণাগুন সঠিক আছে তা এখন দেখার বিষয়। এবিষয়ে কথা বলা হয় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে এর সাথে তিনি জানান বিএসটিআইয়ের ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন লাগে। কিন্তু পাপ্পু তেল মিলের তো কোন অনুমোদন নাই। তখন তিনি জানান কিছু দিন আগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই থেকে এসে রিপোর্ট করে গেছে।
Leave a Reply