এ জেড ভূঁইয়া (রাজু), চট্টগ্রাম।। দেশের ছাত্র ও তরুণ সমাজের মাঝে নিরাপদ খাদ্য নিশ্চিত, নিত্যপণ্যে মূল্যের উর্ধ্বগতি রোধ, মানসম্মত শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, আর্থিক লেনদেন এবং জীবন ও জীবিকার সাথে যুক্ত অধিকার সুমহের অব্যবস্থাপনারোধসহ ভোক্তা অধিকার সুরক্ষায় নিয়োজিত সেচ্ছাসেবী যুব সংগঠন “ক্যাব যুব গ্রুপ কর্ণফুলী উপজেলা” কমিটি গঠিত হয়েছে। সরকারি সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র আরফিন সুমন সভাপতি, সরকারি সিটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের কামাল হোসেন সিনিয়র সহ-সভাপতি ও স্নাতক এর ভর্তি প্রার্থী সিরাতুল মুনতাহা সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। বরিবার ০৩ নভেম্বর ২০২৪ নগরীর সদরঘাটের একটি রেস্তোরায় এ উপলক্ষে একটি পরিচতি সভা অনুষ্ঠিত হয়। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, ক্যাব যুব গ্রুপের চট্টগ্রাম মহানগর সভাপতি চৌধুরী আবু হানিফ নোমান, ক্যাব সদরঘাটের মোস্তফা কামাল, ক্যাব চট্টগ্রাম ডিপিও আবু হাসান আজমী প্রমুখ।
Leave a Reply