ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সামাজিক মানোন্নয়নে এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করণে অংশীজনদের অংশগ্রহণে নোয়াখালীর চাটখিলে ২ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে চাটখিল উপজেলা পরিষদ-একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। গতকাল বুধবার (২৪ মে) সকালে উপজেলার কামালপুর মোহাম্মদ হাশেম উচ্চ বিদ্যালয় ও গত মঙ্গলবার (২৩ মে) উপজেলার পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, তরুন শিক্ষার্থীদের আধুনিক এবং নৈতিক শিক্ষার উদ্বুদ্ধকরণ বিষয়ে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে তিনি এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্যাহ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম মন্টু, সাবেক সদস্য গোলাম সরোয়ার, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইসমাইল হোসেন তরুণ, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল খায়ের মেম্বার, মোহাম্মদপুর ইউনিয়ন পূর্ব অঞ্চল আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক সামছুল হুদা সোহাগ মেম্বার, মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান শফিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ । প্রধান অতিথির বক্তব্য জাহাঙ্গীর কবির বলেন, “বিশ্বের সকল উন্নতি ও অগ্রগতি সবকিছুর মূল হলো শিক্ষা। শিক্ষার অগ্রগতির সাথে এগিয়ে যায় একটি সমাজ এবং একটি দেশ। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের পরিকল্পনা করেছেন। আমরা তার হাতিয়ার হিসেবে কাজ করছি। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার নিজস্ব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উপজেলায় শিক্ষা উপকরণ বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন।
Leave a Reply