মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক
ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইসমাইল নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজারের বেড়িবাধ এলাকায় বেলা ১ টায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত শিশু ইসমাইল বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে নানী সহ শিশু ইসমাইল তেঁতুলিয়া নদীতে গোসল করতে আসে। নিহতের নানী ইসমাইলকে রেখে বাড়িতে গোসলের জন্য মগ আনতে গেলে শিশুতে পানিতে নেমে ডুব দিয়ে আর উঠে আসেনি,অনেক খোঁজাখুজির পর শিশুটিকে খুঁজে না পেলে বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকতা রুহুল আমিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় বিকাল ৪ টার দিকে ইসমাইলের মরদেহ উদ্ধার করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বৃহস্পতিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নদীতে গোসল করতে গিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে শুনেছি এবং ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
Leave a Reply