আগামীর দর্পণ ডেক্সঃ এক লাইসেন্সে দু’টি সেচ পাম্প চলছে এমন সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খোলা কাগজ,আজকের শতাব্দী ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত এই আমার দেশ পত্রিকার সংবাদিক মাঃ আজাদকে লাঞ্চিত করে ক্যামরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঝিনাইদহের মহশেপুর উপজলার মাদারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে। এই ঘটনায় সাংবাদিক আজাদ বাদী হয়ে সাইফুল ইসলাম, মশিয়ার রহমান ও ইদ্রিচ আলীক আসামী করে মহশপুর থানায় একটি লিখিত অভিযাগ দায়ের করছেন। সাংবাদিক আজাদ জানান, এক লাইসেন্সে দু’টি সেচ পাম্পের মটর চলছে বিদ্যুৎ পিলারের পরিবর্তে বাঁশ দিয় লাইন টেনে । এ সংবাদ পেয়ে আমি বাথানগাছীর বাথানগাছী ইটখোলা মাঠে গিয়ে ছবি ও ভিডিও নিয়ে আসার সময় সেচ পাম্প মটরের মালিক মশিয়ার রহমান, সাইফুল ইসলাম ও ইদ্রিচ আলী আমার বাড়ীর সামনের রাস্তায় আমাকে টানা হেচড়া শুরু কর। এক পর্যায় তারা আমার ক্যামরা ও মাবাইল ছিনিয় নেয়। পরে লোকজন জড়ো হলে ক্যামরা ও মাবাইল ফেরত দিয়ে বিভিন ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়। মহশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খদকার শামীম উদ্দীন জানান, সাংবাদিক আজাদের লিখিত অভিযাগটি পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply