ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিলের সুন্দরপুর গ্রামের আফসর উদ্দিন পাটোয়ারী বাড়ীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, সুমনের পরিবারকে “মোহাম্মদ আলী তফাদার স্মৃতি ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ মে) বিকেল ৫টায় পৌরসভার আফসার উদ্দিন পাটোয়ারী বাড়ীর সুমনের পরিবারের হাতে ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আলী তফাদারের বড় ছেলে মহিন ঊদ্দিন তফাদার নগদ অর্থ প্রদান করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন, নির্বাহী সদস্য মনির হোসেন সোহেল সহ ফাউন্ডেশনের সদস্যরা। ফাউন্ডেশনের পরিচালক মহিন ঊদ্দিন তফাদার বলেন, আত্ম-মানবতার সেবার মানসিকতা নিয়ে মোহাম্মদ আলী তফাদার স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। দরিদ্র অসহায় ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ‘মোহাম্মদ আলী তফাদার স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply