মোঃ মুনাইম হোসেন,জীবননগর চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় কথিত এক নারী সাংবাদিককে ইয়াবা সেবনের সরঞ্জাম ও ভারতীয় মদের খালি বোতলসহ আটক করেছে জীবননগর থানা পুলিশ। আটককৃত নারীর নাম টুনি (২৮)। তিনি গোরইটুপি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে জীবননগর শহরের ৬ নং ওয়াড টি এনটি পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, টুনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চলাফেরা করতেন। তবে এলাকাবাসীর অভিযোগ, তিনি প্রায়ই বাইরে থেকে বিভিন্ন ছেলে-মেয়েকে তার বাসায় নিয়ে আসতেন, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল।জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশ টুনির বাসায় অভিযান চালায়। এ সময় তার রুম থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম এবং কনডম ও ভারতীয় মদের খালি বোতল উদ্ধার করা হয়। পুলিশ তার রুম থেকে পাওয়া, ভারতীয় মদের খালি বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অন্যান্য আলামত জব্দ করেছে।কথিত নারী সাংবাদিক, টুনি (২৮) মাদকসেবনের সরঞ্জাম ও ভারতীয় মদের খালি বোতলসহ আটক হয়েছেন। পুলিশের গোপন অভিযানে তার বাসা থেকে এসব জিনিস উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেছেন।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা, এক্সিকিউট ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা কতৃক পরিচালিত মোবাইল কোট বসিয়ে তাকে ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।
Leave a Reply