সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের চোমরখালী গ্রামের কুখ্যাত চোর চক্রের প্রধান হোতা আবু রায়হান পিতা আব্দুল ওয়াদুদ সরদার মাছ চুরির সময় হাতেনাতে ধরা । এ ব্যাপারে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকা অনুসন্ধানে গেলে রুবেল সরদার (পিতা মির আলী সরদার) নামে এক ভুক্তভোগী জানান চোমরখালী বিলের মৎস্য ঘের এলাকায় প্রতিনিয়ত এই চোর চক্রের একটি দল প্রতিনিয়ত চুরি করে আসিতেছে। গত ১৪/৮/২০২৩/ তারিখে বৃহস্পতিবারে সন্ধ্যায় রুবেলের ঘের থেকে মাছ চুরি করার সময় ২০ কেজি মাছ সহ রুবেলের মাথা ফরিদা বেগমের হতে আবু রায়হান (পিতা আব্দুল ওয়াদুদ)ধরা খায় এ ব্যাপারে চোর আবু রায়হান পিতা আব্দুল ওদুদ সরদার কে জানাইলে তিনি ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগী রুবেলের মা ফরিদা বেগম এর উপরে ক্ষিপ্ত হন পরবর্তীতে নিরুপায় রুবেল পাটকেলঘাটা থানার সহযোগিতা চাইলেই ঘটনাস্থলে খলিষখালি পুলিশ ক্যাম ইনচার্জ সহ পুলিশের একটা টিম ঘটনা ইস্তালে যায় পুলিশ তাদের ডেকে মীমাংসা করার চেষ্টা করলেই ক্ষমতাশালী নেতাদের দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা চালাই। একই গ্রামের আশরাফ খান ও রশিদ পাহাড় জানাই দীর্ঘদিন যাবৎ আমাদের পার্শ্ববর্তী যেসব মৎস্য ঘের আছে তার থেকে প্রতিনিয়তই চুরি হচ্ছে এই ঘটনায় মাছ ও ধরা পড়লেই তার প্রতিবাদ করতে গেলেই তার পিতা উল্টা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে পার্শ্ববর্তী মৎস্য ঘের মালিকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এ ব্যাপারে চোর আবু রায়হান (পিতা আব্দুল ওয়াদুদ সরদার) জানতে চাইলে তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহামুদ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়টা খলিষখালি ক্যাম্পের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে তথ্য দিবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
Leave a Reply