আজিজুর রহমান,কেশবপুর(যশোর): কেশবপুরে খাতিয়াখালী গ্রামে পূজা নাট্য সংস্থার সতী লক্ষী বেহুলা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে খতিয়াখালী গ্রামের উত্তর পাড়ার ঋষি সম্প্রদায়ের উদ্যোগে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খানপুর গ্রামের পূজা নাট্য সংস্হার সতী লক্ষী বেহুলা যাত্রা দলটি এই যাত্রার অভিনয় করেন।খতিয়াখালী গ্রামের দিপু দাস এ প্রতিনিধি কে জানান,খতিয়াখালী গ্রামের উত্তরপাড়া ঝষি সম্প্রদায়ের উদ্যোগে খতিয়াখালী শ্রী শ্রী কালী মন্দিরের প্রাণঙ্গনে সারা রাত তালা খানপুরের পূজা নাট্য সংস্থা দলটি সতী লক্ষী বেহুলা যাত্রার অভিনয় করেন। সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাখম দাস এ প্রতিনিধি কে জানান,সাতক্ষীরা জেলার তালা উপজেলার খানপুর গ্রামের পূজা নাট্য সংস্থা সতী লক্ষী বেহুলা যাত্রা দলটির অভিনয় দেখে আমি আনন্দিত হয়েছি। বিগত কয়েক বছর আগে আমি বিভিন্ন অঞ্চলে যেয়ে যাত্রার অভিনয় করতাম। বয়সের ভারে ও অসুস্থতার কারণে এসব যাত্রার অভিনয় করা ছেড়ে দিয়েছে। তবুও বার বার মন চাই সেই যাত্রায় আবারো অভিনয়ে ফিরে যেতে।
Leave a Reply