1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নে ৫০ টি পরিবার পানি বন্দি স্থায়ী সমাধান চান এলাকাবাসী
রবিবার, ২২ জুন ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ কালীগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। পাঁচবিবিতে পুকুরে বিষ প্রয়োগ, তিন লক্ষ টাকার মাছ নিধন সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।।দুই অভিজাত প্রতিষ্ঠানকে জরিমানা  মৌলিক কুলাউড়ায় স্কুলছাত্রী হত্যাকাণ্ডের রহস্য ১৮ ঘন্টায় উদঘাটন ঘাতক গ্রেফতার মহেশপুরে আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে হুমায়ুন কবির ভুঁইয়ার নামে মিথ্যা অভিযোগ কালীগজ্ঞে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন জুড়ীতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা আ.লীগ সভাপতি ও সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার আর নেই। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে নীল বিদ্রোহের সাক্ষী খালিশপুর নীলকুঠি

কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নে ৫০ টি পরিবার পানি বন্দি স্থায়ী সমাধান চান এলাকাবাসী

  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ Time View

লিপি খাতুন,কেশবপুর(যশোর): কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের মাগুখালী বাজার সংলগ্ন ৫০ টি পরিবার পানি বন্দি হয়ে পডায় স্থায়ী সমাধান চান এলাকাবাসী। জানা গেছে মাগুরখালী-বংশীর বটতলা সড়কের মাগুরখালী বাজার সড়কের এপার থেকে ওপার দিয়ে বয়ে যাচ্ছে পানির স্রোত। যার ফলে নষ্ঠ হয়ে যাচ্ছে রাস্তার দু’ধার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি বন্দি হয়ে পড়েছে ৫০ টি পরিবার। শণিবার ২৩ সেপ্টেম্বর সকালে সরেজমিন গেলে মাগুরখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল লিটন এ প্রতিনিধি কে জানান, পানি নিষ্কাশনের জন্য পথ ছিল দুইটি কালবার্ট। কয়েক বছর আগে নির্মিত হয়েছিল কালবার্ড দুইটি। বাজারে দোকান-পাট, বাড়ী-ঘর গড়ে উঠার ফলে পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে যায়। হঠাৎ ভারী বর্ষনে পানি বন্দি হয়ে পড়ে পরিবারগুলো। সে থেকে রক্ষা পেতে একটি কালবার্ডের পানি নিষ্কাশন পথ স্বচল করতে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন এলাকাবাসী। মাগুরখালী বাজারের পাশে মাগুরখালী-পাঁজিয়া পীচের রাস্তার কালবার্ডের পাশে রয়েছে গোপাল দাসের বাড়ির মালিকানা জমি। পানি সরাতে হলে তার জমির ওপর দিয়ে ড্রেন কেটে পানি সরানো ছাড়া উপায় নাই। মাগুরখালী বাজার কমিটির সভাপতি ও পানি নিষ্কাশন কাজের প্রধান মোস্তফা কামাল লিটন জানান, আমরা ড্রেন কেটে বড় পাইপ দিয়ে ড্রেন বুজিয়ে দিব এবং অতিরিক্ত মাটি লাগলে সেটাও দিব। গোপাল দাসের স্ত্রী ড্রেন কাটতে বাঁধা দেওয়া আমরা ৯৯৯ নাম্বারে ফোন করলে কেশবপুর থানা থেকে মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং এস,আই আবুল হোসেন দ্রুত পানি নিষ্কাশন এলাকায় ছুটে আসেন। তার সহযোগিতায় বাধা মুক্ত হলো নিষ্কাশন পথ। এস,আই আবুল হোসেন জানান, সাময়িক ভাবে জলাবদ্ধতা কমবে কিন্তু এখানে একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেন। শুক্রবার ২২ সেপ্টেম্বর এ বিষয়ে মাগুরখালী বাজারে এলাকা ইউপি সদস্য মেহেদী হাসানের সভাপতিত্বে একটি মিটিং হয়েছিল এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হয়। পানি নিষ্কাশন কাজের প্রধান মোস্তফা কামাল লিটন সাড়ে ৫ টায় জানান, পানি দ্রুত সরতে শুরু করেছে।সেখানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পবিত্র মিত্র,সাধারণ সম্পাদক আব্দুল হাই, ওয়ার্ড মহিলা ইউপি সদস্য নাসরিন আক্তারসহ বাজার ও এলাকার লোকজন। এলাকার পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানের জন্য স্থানীয় প্রশাসনসহ উর্ধতন কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST