আজিজুর রহমান,কেশবপুর(যশোর): কেশবপুরে লোকজ একাডেমির ২২ বছর পূতি উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ সেপ্টেম্বর বিকেলে পৌরসভা চত্বরে লোকজ একাডেমি পরিচালক সংগীত শিল্পী এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কেশবপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, চারুপীঠ একাডেমির পরিচালক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে, কেশবপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামসুর রহমান, কলতান সংগীত একাডেমি পরিচালক প্রদীপ বসু পল্টু, লোকজ একাডেমি যুগ্ম সাধারণ সম্পাদক মহানন্দ প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদেে মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন লোকজ একাডেমির শিল্পীরা।
Leave a Reply