কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আলহাজ্ব দাউদ হোসেন মিয়া বার্ধক্য জনিত কারনে সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় পৌর শহরের হাসপাতাল মোড়ে’র নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি দীর্ঘদিন যাবত হার্ট ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার সকাল ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন মরহুমের ছেলে আমিনুল ইসলাম (টিটো)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রিয় নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা প্রতিনিধি শিশু বিষয়ক সম্পাদক ফারুকুল আলম শেখা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply