খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর উদ্যোগে ৭০ জন পক্ষপাতগ্রস্থ প্রতিবন্ধী ও চলাফেরায় অক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এছাড়াও চিরিরবন্দর উপজেলার ২০ জন এবং বীরগঞ্জ উপজেলার ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝেও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব হুইল চেয়ার বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও মোঃ তাজ উদ্দিন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, আইটি ম্যানেজার সম্রাট বাবর, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর প্রতিনিধি মাহবুবুর রহমান ও আঃ জব্বারসহ স্বেচ্ছাসেবীবৃন্দ। এছাড়াও শেষে ৮৫ জন গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply