শহিদুল ইসলাম খোকন বিশেষ প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জের গাছ বিক্রয় কমিটির আহবায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক কর্তৃক গত ২৩ আগস্ট ২০২৩ স্বাক্ষরিত পত্রে উপজেলার ৮ নং নাকাই ইউনিয়নের খুকশিয়া মৌজার নাকাই জুমারঘর রাস্তার বটতলী হতে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তার ৪৩৫ টি ইউক্লিপ্টাস গাছ ৪ লাখ ৮০ হাজার ৫ শত টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে মোত্তালিব হোসেন নামে একজন কাঠ ব্যবসায়ি কে ৪০ দিনের মধ্যে গাছ কর্তনের কার্যদেশ প্রদান করে। এ কার্যদেশ অনুযায়ি গাছ গুলো কর্তন করা হয়। ইতিমধ্যে সড়কের অর্ধেক গাছ কর্তন করা হয়েছে। সে পত্রের নির্দেশনা অনুযায়ী পাশের জমির ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পূরুনের নাম মাত্র অর্থ দিয়ে খুকশিয়া এ সড়কের ৪ শত ৩৫ টি গাছ ১১ শত ৪ টাকা ৫৯ পয়সা দরে মোট ৪ লাখ ৮০ হাজার ৫ শত টাকায় বিক্রি করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলে ম্যানেজ প্রক্রিয়ার এক জাতা কলের কাছে নতুজানু হয়ে নিরব দর্শক হয়ে গেছে। এভাবে উপজেলার খুকশিয়া মৌজার গাছ গুলো নাম মাত্র মুল্যে বিক্রির ঘটনায় জনমনে নানা জল্পনা কল্পনা চলছে। গাছ কর্তন কার্যদেশ পত্রে গাছ রোপনকারী সমিতির কোন নাম পাওয়া যায়নি, স্থানীয়রা জানে না, গাছ রোপনকারী সমিতির নাম। স্থানীদের মতে গাছ রোপনকারী সমিতির সভাপতি শাহ আলম তার নিকট সমিতির নাম ও নাম মাত্র মুল্যে গাছ বিক্রি করার বিষয়ে জানতে চাইলে কোন কিছু বলতে নারাজ তিনি। তবে তিনি গাছ বিক্রয় কমিটির নিকট বিস্তারিত তথ্য জানার জন্য বলেন। এবিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও গাছ বিক্রয় কমিটির আহবায়ক এনামুল হক মুঠোফোনে জানান,গাছ গুলো নিলামের মাধ্যমে নির্ধারিত মুল্যের উপরে সর্বোচ্চ দরদাতা কে গাছ কর্তনের কার্যদেশ প্রদান করা হয়েছে। তবে নাকাই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ সাজু খন্দকারের সাথে যোগাযোগ করে মোবাইলে না পাওয়ায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার এ সড়কটিতে পরিপক্ক ও অপরিপক্ক গাছ গুলো নাম মাত্র মুল্যে বিক্রির বিষয়টি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও বিভাগীয় বন কর্মকর্তারাসহ সংশ্লিষ্টদের সরেজমিনে ক্ষতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করেন সর্বসাধারন।
Leave a Reply