1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জিপিএ-৫ ছাত্র-ছাত্রী ৮জনকে বিমান ভ্রমণ মাদ্রাসার কতৃপক্ষের উদ্ধোগেঃ
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ কর্মী নিয়োগ চলছে
দৈনিক আগামীর দর্পণে,দেশের প্রতিটি জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে পুরুষ মহিলা সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান, ০১৭৪৯-৫২৫৫৫০ agamirdarpon@gmail.com
শিরোনাম :
সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।।দুই অভিজাত প্রতিষ্ঠানকে জরিমানা  মৌলিক কুলাউড়ায় স্কুলছাত্রী হত্যাকাণ্ডের রহস্য ১৮ ঘন্টায় উদঘাটন ঘাতক গ্রেফতার মহেশপুরে আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে হুমায়ুন কবির ভুঁইয়ার নামে মিথ্যা অভিযোগ কালীগজ্ঞে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন জুড়ীতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা আ.লীগ সভাপতি ও সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার আর নেই। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে নীল বিদ্রোহের সাক্ষী খালিশপুর নীলকুঠি জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ফেনসিডিল আটক চৌগাছায় কবি ও সাহিত্যিকদের নিয়ে সাহিত্য সমহারেরর ঈদ পুনর্মিলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত মহেশপুরে ঘুমন্ত পরিবারের ঘরে চুরি, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন।

জিপিএ-৫ ছাত্র-ছাত্রী ৮জনকে বিমান ভ্রমণ মাদ্রাসার কতৃপক্ষের উদ্ধোগেঃ

  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৪ Time View

 হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নন এমপিও কমলপুর হযরত শাহজালাল (র:)আলিম মাদ্রাসায় বিগত বছরের ন্যায় এবছরও দাখিল পরীক্ষায় হবিগন্জ জেলার ৬৬ টি মাদ্রাসার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিমান ভ্রমণ করানো হয়েছে। ছাত্র-ছাত্রীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন পরে ঢাকা টু কক্সবাজার বিমাণে ভ্রমন করে সমুদ্র সৈকতে আনন্দময় সময় পাড় করে সন্ধায় রেডিয়েন্ট ফিস ওয়াল্ডসহ দর্শনীয় স্থান ভ্রমন করে রেলযোগে মাদ্রাসা ফিরে আসে। কৃতি ছাত্র-ছাত্রীরা আনন্দ ভ্রমনে কথা ছাত্র মাহমুদুল হাসান তারেক জানায় আমি ছোট বেলা হতে আকাশে বিমান দেখতাম এবং মনে খুব ইচ্ছে ছিল বিমানে উঠার যখন অত্র মাদ্রাসা হতে ঘোষনা দিন যে জিপিএ-৫ পেলে বিমান ভ্রমণ করাবেন তখন থেকে আমি ১৬ থেকে ১৮ ঘন্টা পড়ছি আজ সত্যি স্বপ্ন পূর্ণ হল, ছাত্রী শুভা আক্তার জানায় যে একদিকে জিপিএ-৫ অন্যদিকে বিমাণ ভ্রমণ আমি খুবই এক্সাইটেড আমি সামনে আরো বেশি মনযোগ দিয়ে পড়া-লেখা করব, ভ্রমণে অন্য সদস্য নিপা, তানজিনা, ঝুমুর, পাবেল ও তানিম তাদের আবেগময় অনূভতি ব্যক্ত করেন। এবিষয়ে কমলপুর হযরত শাহজালাল (রঃ) আলিম মাদ্রাসা অধ্যক্ষ/প্রতিষ্ঠাতা মোঃ আনিসুর রহমান আদিল বলেন আমাদের মাদ্রাসার শিক্ষকরা খুবই আন্তরিক ছাত্র-ছাত্রীরা খুবই মনযোগি অভিভাবকরা অনেক দায়িত্বশীল হওয়ায় এমন ফলাফল অর্জন করেছে। আমরা যে পরিকল্পনা করে পাঠদান পরিচালনা করতেছি আগামী বছর হতে শতভাগ জিপিএ-৫.০০ অর্জনে সক্ষম হব আশাবাদী ইনশাআল্লাহ । বিগত বছরেও জিপিএ-৫.০০ অর্জনকারী শিক্ষার্থীসহ ১০জনকে পড়াশুনায় উদ্ভুদ্ধ করার জন্যে বিমান ভ্রমণ ও বৎসর সেরা শিক্ষকদের ওমরাহ হজ্ব করানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা ১০ জনের তালিকায় মধ্যে ভর্তির সুযোগ পেলেই ঐ ছাত্র-ছাত্রীকে উমরাহ করার সুযোগ দেয়া হবে এমন ভিন্নমূখী পদক্ষেপ গ্রহণ নিয়ে থাকি এবং এতে ছাত্র-ছাত্রীরা পড়া-লেখায় গভীর মনযোগী হয়, এমন উদ্ধেগ চলমান থাকবে এতে করে আমরা আশা করি অচিরেই এই প্রতিষ্ঠানটি দেশ সেরা ফলাফল অর্জন করতে পারব। এবিষয়ে উপজেলা মাধ্যমি শিক্ষা অফিসার জনাব আবুল হোসেন বলেন অত্র প্রতিষ্ঠানের নানামূখি উদ্বোগের ফলে দ্রুত ভাল ফলাফল অর্জন করিতেছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আহসান বলেন ছাত্রদের জিপিএ-৫ পেলেই বিমান ভ্রমণ এটা সত্যিই খুবই সুন্দর উদ্বোগ, আমার উপজেলার প্রত্যন্ত ও সিমান্তবর্তী এলাকার মাদ্রাসায় এমন সাফল্য ধারা অব্যাহত থাকবে আশা করি।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ-রেজিষ্টার(প্রশাসন) জনাব ওমর ফারুক স্যার ও আরবী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্টার জনাব মোঃ ফাহাদ মমতাজী অত্র মাদ্রাসার ফলাফলে সন্তুটি প্রকাশ করে বলেন উক্ত পরিকল্পনা যথাযথ ভাবে বাস্তবায়নে অচিরেই দেশের সেরা ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন॥

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST