মোঃ সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানিতে ডুবে সাহেরা খাতুন(৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। মৃত সাহেরা খাতুন সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর টাওয়ার পাড়া গ্রামের জামাল উদ্দীনের স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , মৃত ওই নারী প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ে রাস্তায় হাটাহাটি করার জন্য বের হয়। এ সময় বাড়ীর দক্ষিন পাশে থাকা পুকুরে পা পিছলে পড়ে যায়। তার উদ্ধাররে কেউ এগিয়ে না আসায় পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। বাড়ীর লোকজন খোঁজাখুজি করে তাকে দেখতে না পেয়ে বাড়ীর দক্ষিন পাশে থাকা পুকুরে ভেসে থাকতে দেখে তার লাশ উদ্ধার করে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply