পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনে নিজ দলের মনোনয়ন চান দিনাজপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সামসুর রহমান (পারভেজ)।
গত বুধবার (৪ অক্টোবর) দুপুরে চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবে “দৈনিক আমাদের সময়” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নিজ দলের হয়ে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কথা প্রকাশ করেন।
তবে দল যাকে মনোনয়ন দেবে দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার হয়েও কাজ করার কথা জানান তিনি।
মতবিনিময়কালে চিরিরবন্দর উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও দিনাজপুর জেলার বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়মূলক কর্মকাণ্ডও তুলে ধরেন।
কেনো নির্বাচনে আসতে চাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ থেকে দিনাজপুর-৪ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী।
“দিনাজপুর-৪ আসন, দুইটি উপজেলা (খানসামা -চিরিরবন্দর) নিয়ে গঠিত। এই দুই উপজেলায় ১৮ টি ইউনিয়ন ১৬২ টি ওয়ার্ড আছে। ৩ লক্ষ ৪২ হাজারের অধিক ভোটার সংখ্যা। আমি মনোনয়ন পেলে দুই উপজেলা আওয়ামী লীগ, ১৮ ইউনিয়ন আওয়ামী লীগ এবং ১৬২ ওয়ার্ড আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করবো।
আমার রাজনৈতিক কর্মী হিসেবে এবং আইনজীবী হিসেবে খানসামা-চিরিরবন্দরের ১৮ ইউনিয়নের ১৬২ ওয়ার্ডের আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক আছে।
আমার পক্ষে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মাঝে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করা সহজ হবে। আমাদের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে স্নেহ, ভালোবাসা, সম্মানের যে দূর্ভিক্ষ সূচীত হয়েছে তা আমি দ্রুতই দূর করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
আমি খানসামা-চিরিরবন্দর উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করতে পারবো যা আওয়ামী লীগের বিজয়ের জন্য জরুরী।
সর্বোপরি আপামর জনগনকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দিনাজপুর-৪ হতে নৌকার বিজয় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
আর আমাকে যদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় বিএনপি-জামাতের যে কোনো প্রার্থীর সঙ্গে নির্বাচন করে আমি জয়ী হতে পারবো।
আমার ওপর আমাদের নেত্রীবৃন্দদের আস্থা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, চিরিরবন্দর ও খানসামার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। উন্নয়নের পরিবর্তন আমি নির্বাচিত হওয়ার দুই বছরেই আমূল পরিবর্তন করব আপনারা লক্ষ্য করবেন।
এ্যাডভোকেট সামসুর রহমান (পারভেজ) বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত গণতান্ত্রিক রাজনৈতিক একটি সংগঠন। গণতন্ত্রে প্রতিযোগিতা থাকে এটিই স্বাভাবিক। প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় পরিণত না হয় সেটিই হচ্ছে বিবেচ্য বিষয়।
প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমি বিশ্বাস করি আমার দলের নেতা কর্মীরা আমার জন্য কাজ করবেন। যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয় যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য কাজ করে যাবো। প্রধানমন্ত্রীর যে কোনা সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত আছি।
“জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু দেশরত্ন শেখ হাসিনা”।
এ্যাডভোকেট সামসুর রহমান (পারভেজ) দিনাজপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি দিনাজপুর বার কাউন্সিলের সদস্য ও দীর্ঘদিন স্পেশাল পিপি, স্পেশাল জজ কোর্ট দিনাজপুর, হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply