। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নাধীন চক্গড়িয়া গ্রামের ধানক্ষেতের পাশের ড্রেন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ধামুইরহাট থানা পুলিশ। স্থানীয় সূত্র মতে জানা যায় যে, মরদেহ টি পার্শ্ববর্তী সেননগর গ্রামের নিতাই দাশের। তার বয়স ৩০ বছর। গ্রামবাসীরা ই নিহত নিতাই- এর লাশ প্রথমেই দেখতে পেয়ে থানায় খবর দেয়।
Leave a Reply